![]() |
| Village Nature |
ফলে ফুলে ভরা গাছ।।
তোমার প্রকৃতি কেমন বলো?
এমনই কি তার সাজ ?
আমার প্রকৃতি ঘন সবুজ
হরেক রঙের মাঝে।
তোমার প্রকৃতি সদা পরাজিত আমার প্রকৃতির কাছে।
হতে পারো তুমি শহুরে বাজার
আমি অতি গ্রাম্য
তবু আমার প্রকৃতি কদর দেওয়া
নয় তো তোমার কাম্য।
গুণের কদর নেই তো তোমার
দেখাও হিংসা ক্রোধ
আছে শুধু পাষাণ হৃদয়
নেই তো মূল্য বোধ।।
মায়া মমতা নেই তোমাদের
গাছ কাটো অনায়াসে
আমার প্রকৃতি বিদ্রুপ করে তোমায় দেখে হাসে।।

Comments
Post a Comment